Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে সিগারেট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম

ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে সিগারেট

প্রতীকী ছবি

তামাকজাত দ্রব্য সেবনে ব্রিটিশ নাগরিকদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে সিগারেট। চাইলেই যেখানে সেখানে ধূমপান করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন খোদ প্রধামন্ত্রী। 

প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, হাসপাতালের বাইরে, পাবের বাগানে, রেস্টুরেন্টের বাইরে ও খেলার জায়গাগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ধূমপানের নিষিদ্ধ স্থানগুলোর স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সাংবাদিকদের জানিয়েছেন, ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওপর চাপ কমাতেই তার সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করবে সংসদের অনেক সদস্য। কারণ এতে দেশের বিনোদন সেক্টরগুলোতে প্রভাব পড়বে। তথ্য বলেছে, সিগারেট ব্যবহার করার কারণে ব্রিটেনে প্রতি বছর প্রায় ৮০ হাজার মানুষ মৃত্যবরণ করছেন। প্রতি বছর এতগুলো মানুষের জীবন বাঁচাতে ও এনএইচএসের ওপর চাপ কমাতেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্টারমার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম