ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম
তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইসরাইলের ওপর ইরানের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া নিয়ে এখনও চিন্তিত যুদ্ধবাজ দেশটির বৃহত্তম রাজনৈতিক ও আর্থিক সমর্থক যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ দুঃচিন্তার কথাই বলেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি।
তিনি বলেছেন, ইসরাইলকে জবাব দেওয়ার বিষয়ে ইরানের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ওয়াশিংটন। ইরানের প্রতিশোধমূলক আক্রমণ থেকে ইসরাইল সরকারকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র।
এদিন ইসরাইলি মিডিয়াকে কিরবি বলেছেন, আক্রমণের সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা কঠিন। তবে হোয়াইট হাউস ইরানের বিবৃতিকে গুরুত্ব সহকারে নিয়েছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে, তারা (ইরান) যদি তা (প্রতিশোধমূলক হামলা) করতে চায়, তাহলে তারা এখনও অটল এবং আক্রমণ চালাতে প্রস্তুত। আর এ জন্য এ অঞ্চলে আমাদের শক্তি বাড়ানো হয়েছে।
গত ৩১ জুলাই তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালিয়ে একজন দেহরক্ষীসহ হামাস নেতা হত্যা করা হয়।
পরে এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনাটি ইসরাইলি শাসক দ্বারা পরিকল্পিত ও বাস্তবায়িত। যুক্তরাষ্ট্রের সমর্থনেই ইসরাইলের অপরাধী সরকার এ ঘটনা ঘটিয়েছে।
ইসরাইলি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়ে ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তারাও যথাযথ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরাইলি সরকার কঠোর শাস্তির জন্য নিজের ভূমি প্রস্তুত করেছে। সূত্র: মেহের নিউজ