Logo
Logo
×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় ‘ক্ষয়ক্ষতি’ প্রকাশ নিষিদ্ধ করল ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম

হিজবুল্লাহর হামলায় ‘ক্ষয়ক্ষতি’ প্রকাশ নিষিদ্ধ করল ইসরাইল

ইসরাইলের অভ্যন্তরে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে, তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার। 

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নেতানিয়াহু সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে। যার মাধ্যমে তাদের ভূমিতে ইসরাইলি বাহিনীর ক্ষয়ক্ষতির কথা গোপন করার চেষ্টা করছে তেলআবিব। 

ডিক্রি অনুসারে, কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে।

এদিকে বিবিসি জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেটের আঘাতের প্রমাণ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। 

হামলার কয়েক ঘণ্টা পর লাইভ সম্প্রচারিত এক টেলিভিশন বক্তৃতায় নাসরাল্লাহ বলেন, ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে, তার ক্ষয়ক্ষতি ঢাকতে নেতানিয়াহু সরকার মরিয়া হয়ে উঠেছে। 

গত ৩০ জুলাই হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে রোববার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলে শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করে। এতে সমস্ত ইসরাইল কার্যত স্থবির হয়ে পড়ে। সূত্র: আল-মায়াদিন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম