Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের বিমানবন্দর অচল করে দিল হিজবুল্লাহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:০০ পিএম

ইসরাইলের বিমানবন্দর অচল করে দিল হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

ইসরাইলি শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলোর বরাত দিয়ে আল-মায়াদিন রোববার এ তথ্য জানিয়েছে। 

ইসরাইলি মিডিয়াগুলো জানিয়েছে, দখলকৃত অঞ্চলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিওন বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিদেশি সংস্থাগুলো। ইসরাইলি সূত্র অনুযায়ী, বেন গুরিওন বিমানবন্দরের ৫০টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

একই সময়ে বেন গুরিয়ন বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি শাসক গোষ্ঠীর মিডিয়া। 

ইসরাইলের মিডিয়াগুলো জানিয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দরের কিছু ফ্লাইট রামন বিমানবন্দরে এবং অন্যগুলো কায়রোতে অবতরণ করেছে। হিজবুল্লাহ এবং তেলআবিব শাসক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এমনটা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। 

ইসরাইলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় রোববার সকালে ইসরাইলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা একটি জরুরি বৈঠক ডেকেছে। সূত্র: আল-মায়াদিন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম