Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ায় রাতভর ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০১:৩৯ পিএম

রাশিয়ায় রাতভর ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ৫

ছবি: সংগৃহীত

রাশিয়ার অভ্যন্তরে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে অন্তত পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

স্থানীয় সময় শনিবার দিবাগত সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে এই হামলা চালানো হয়। রোববার সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান আঞ্চলিক গভর্নর ভাচেস্লাভ গ্লাদকোভ। খবর রয়টার্সের।

তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, শত্রুপক্ষের গোলাবর্ষণে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে তিনজন শিশু।

এর আগে শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সীমান্ত এলাকা থেকে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া। কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে।

এর আগে গত ৬ আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুরস্ক এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, ইউক্রেন আবার চমক দিয়েছে। রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কী।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম