Logo
Logo
×

আন্তর্জাতিক

দোনেস্কের আরেকটি গ্রাম দখল করল রুশ সেনারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৭:১১ পিএম

দোনেস্কের আরেকটি গ্রাম দখল করল রুশ সেনারা

রাশিয়ার সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের আরেকটি গ্রাম দখল করে নিয়েছে। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা কুরস্ক অঞ্চল দিয়ে রাশিয়ার আরও বেশি ভেতরে ঢুকে পড়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সেনারা বৃহস্পতিবার দোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ ‘মেঝভ’ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি আভদিভকা ও পোকরভস্কা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত।

আভদিভকা গ্রামটি গত ফেব্রুয়ারিতে রুশ দখলে আসে এবং রাশিয়ার সেনারা এখন পোকরভস্কা গ্রামের দিকে অগ্রসর হচ্ছে। মেজভ গ্রাম দখলের ঘটনাকে ‘বড় ধরনের বিজয়’ বলে দাবি করেছে রাশিয়া।

অন্যদিকে ইউক্রেন দাবি করেছে, তাদের সেনারা কুরস্ক অঞ্চলের আরও গভীরে প্রবেশ করেছে। গত ৬ আগস্ট ইউক্রেন আচমকা কুরস্ক অঞ্চল দিয়ে রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে। এখন পর্যন্ত কিয়েভের সেনারা সেখানকার নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে। 

এর ফলে রাশিয়া ওই অঞ্চল থেকে তার সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছে। সূত্র: আল-জাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম