ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে ফাতাহ কমান্ডার নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১১:৩৯ এএম
ছবি সংগৃহীত
গত ১০ মাস ধরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরাইল।
এবার ফিলিস্তিনের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত ফাতাহর এক সামরিক কমান্ডারকে হত্যা করেছে দেশটি। বুধবার এটি নিশ্চিত করেছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন দলটির সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডস।
ফাতাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম খলিল আল-মাকদাহ।
ফাতাহ কমান্ডারের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সিও। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিডনের ভিলাস এলাকায় একটি ইসরাইলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল-মাকদাহ নিহত হন।
ইসরাইলি সামরিক বাহিনীর অভিযোগ, হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের সঙ্গে ইসরাইলবিরোধী তৎপরতায় যুক্ত ছিলেন আল-মাকদাহ এবং তার ভাই মুনির।
ফিলিস্তিনে হামাসের পাশাপাশি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয় ফাতাহকে। হামাস চায় ইসরাইলের ধ্বংস। ইসরাইলকে উৎখাত করে নিজেদের ভূখণ্ডের স্বাধীনতা ফিরিয়ে আনতে।
অন্যদিকে ফাতাহ চায় ইসরাইলের সঙ্গে সমঝোতা করে টিকে থাকতে। প্রথম দিকে ফাতাহর উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের মুক্ত করার জন্য ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম। পরবর্তীতে তাদের রাজনৈতিক দলের মতাদর্শে পরিবর্তন আসে। চলতি বছরের জানুয়ারিতে ঐক্যের সরকার গঠনে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে ফাতাহ ও হামাস।