অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করে তুলবেন এবং রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে পারেন বলে জানিয়েছেন তার সিনিয়র প্রচার উপদেষ্টা ব্রায়ান হিউজ।
ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র-নিয়ন্ত্রণ চুক্তিতে আগ্রহী কিনা জানতে চাইলে ব্রায়ান হিউজ রুশ সংবাদ সংস্থা তাস-কে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প শক্তি অর্জনের মাধ্যমে শান্তিতে বিশ্বাস করেন’।
ট্রাম্পের এ উপদেষ্টা জানান, তিনি একটি শক্তিশালী জাতি গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটির বিষয়ে প্রায়শই কথা বলেছেন, যেটি হলো- ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যা নিয়ে কয়েক দশক ধরে কথা বলা হয়েছে। তিনি একে এমনভাবে প্রতিষ্ঠা করতে চান, যা মার্কিন জনগণকে রক্ষা করবে এবং এটি যুক্তরাষ্ট্রেই নির্মিত হবে এবং আমাদেরকে শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে।
ব্রায়ান হিউজ আরও বলেন, আপনি যখন বিশ্বে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবেন, তখন আপনি অস্ত্রের মাত্রা মূল্যায়ন শুরু করতে পারবেন। তবে আপনি যে স্তরের কথা বলছেন, সেটা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এত দুর্বল অবস্থানে থেকে আপনি আজই সেই আলোচনা শুরু করতে পারবেন না।
ট্রাম্প কি শুধু রাশিয়ার সঙ্গেই সম্ভাব্য এই অস্ত্র-নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করতে আগ্রহী, নাকি চীনকেও এতে টেনে আনার চেষ্টা করবেন- এমন প্রশ্নের জবাবে হিউজ বলেন, যেমনটা আমি বলেছি, আমরা কিন্তু আজকেই এ চুক্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। অর্থাৎ আপনাকে আগে এ ধরনের আলোচনা করার মতো একটি অবস্থানে পৌঁছাতে হবে। আপনাকে এমন একটি জায়গায় যেতে হবে, যে অবস্থানে গেলে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বময় কর্তৃত্ব করবে এবং সম্মানিত হবে। তবে এটি বাইডেন বা হ্যারিসের হাত ধরে ঘটবে না। সূত্র: তাস