Logo
Logo
×

আন্তর্জাতিক

সবচেয়ে বয়স্ক পান্ডা জন্ম দিল জোড়া শাবক 

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৯:১৯ পিএম

সবচেয়ে বয়স্ক পান্ডা জন্ম দিল জোড়া শাবক 

সবচেয়ে বয়স্ক পান্ডা ইং ইং। বড় আকারের পান্ডাটি থাকে হংকংয়ের ওশান পার্কে। ইং ইংয়ের কোলজুড়ে এসেছে জোড়া শাবক। 

১৯তম জন্মদিনের একদিন আগে বৃহস্পতিবার প্রথমবারের মতো মা হয়েছে প্রাণীটি, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। কারণ এত বয়সে পান্ডার প্রথমবার সন্তান জন্ম দেওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। 

বলা হচ্ছে, ইং ইং যদি মানুষ হতো তাহলে এটির বয়স হতো ৫৭ বছর। কারণ পান্ডাটির অবস্থা ৫৭ বছর বয়সি মানুষের মতোই। 

ইং ইংয়ের জোড়া শাবকের একটি ছেলে, অন্যটি মেয়ে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের শাবক দুটির দেখা পেতে কয়েক মাস অপেক্ষা করতে হবে। সূত্র: বিবিসি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম