পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি বিশাল আবর্জনার স্তূপ ধসে পড়েছে। এ দুর্ঘটনায় রাজধানী কাম্পালায় অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর উদ্ধারকারীরা ধসের স্থান থেকে বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে বর্জ্য খনন চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে কাম্পালার মেয়র এরিয়াস লুকওয়াগো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি একটি বিপর্যয়কর ঘটনা এবং ধারণা করা হচ্ছে ধসের স্থানে আরও অনেকে চাপা পড়ে আছেন।’