জমকালো সমাপনীতে পর্দা নামল প্যারিস অলিম্পিকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০২:৪৮ পিএম
জমকালো সমাপনীর মধ্য দিয়ে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। দীর্ঘ ১৭ দিন বিশ্বের নজর ধরে রেখেছিল বিগেস্ট শো অন আর্থ। জমকালো ও আকর্ষণীয় সমাপনী অনুষ্ঠানে উৎসবে মেতেছে অ্যাথলেট, স্বেচ্ছাসেবী, দর্শকরা। অলিম্পিক পতাকা তুলে দেওয়া হয়েছে পরবর্তী আয়োজক লস অ্যাঞ্জেলেসকে।
প্যারিসে বিগেস্ট শো অন আর্থের সমাপ্তি, ফরাসি সাঁতারু লিওন মার্চান্ডকে দিয়ে শুরু শেষের আনুষ্ঠানিকতা। আইফেল টাওয়ারের শহরে নিভেছে অলিম্পিক মশাল। স্তাদে দ্য ফ্রান্স যার সাক্ষী, যে স্টেডিয়ামে হয়েছিল ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনাল। এ ভেন্যু আরও একবার বর্ণিল।
সবচেয়ে আকর্ষণীয় মার্কিন অভিনেতা টম ক্রুজের স্টান্ট শো। বেজেছে মিশন ইমপসিবলের সাউন্ডট্র্যাক। চার বছর পর তার দেশেই হবে ৩৪তম আসর। আরও স্পট করে বললে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। মেয়র কারেন ব্যাসকে হস্তান্তর করেছে অলিম্পিক পতাকা।
প্যারিসের সেন নদীর তীরে হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। যে নদীর দূষণ নিয়ে কম সমালোচনা হয়নি। তবে সমাপনীতে ওসব কে মনে রাখে। পুরো বিশ্বের অ্যাথলেট, স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিণত স্তাদে দ্য ফ্রান্স।
নারী ম্যারাথনের পদক বিতরণ ডাচদের কাছে হয়ে থাকবে চিরস্মরণীয়। অলিম্পিকে রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নেদারল্যান্ডসের সিফান হাসান। ম্যারাথনে স্বর্ণ জেতা প্রথম ডাচ নারী। এমন মুহূর্ত কি আর ভোলা যায়?
সবচেয়ে বেশি হাস্যোজ্জ্বল যুক্তরাষ্ট্র। ৪০ স্বর্ণসহ ১২৬ পদক নিয়ে সেরা মার্কিনিরা। সমান স্বর্ণ জিতেছে চীনও।
নিয়ম মেনে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ।
পরিচালক থমাস জলি ঘোষণা দিয়ে রেখেছিলেন স্বপ্নের জগতের মধ্য দিয়ে যাবেন ক্রীড়াপ্রেমীরা। আলোকসজ্জা, আতশবাজি, নৃত্যের ঝংকার, সুরের মূর্ছনা, সার্কাস আর্টিসদের পারফরম্যান্স সে কথার পূর্ণতা দিয়েছে, যা প্যারিস ছাপিয়ে ঠেকেছে লস অ্যাঞ্জেলেসে।