Logo
Logo
×

আন্তর্জাতিক

সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৭:৩৮ পিএম

সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

সফলভাবে ছিয়ানফান পোলার অরবিট-০১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বেইজিং সময় মঙ্গলবার বিকাল ২টা ৪২ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। 

মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ৬ পরিবর্তিত ক্যারিয়ার রকেট ব্যবহার করে স্যাটেলাইটি সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উপগ্রহটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে স্থান করে নিয়েছে এবং মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে। এই মিশনটি লং মার্চ সিরিজের উৎক্ষেপণ যানবাহনের ৫৩০তম উড্ডয়ন। এর আগে জুলাইয়েও স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। চংসিং-৩এ নামের নতুন যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। 

দক্ষিণাঞ্চলীয় দ্বীপপ্রদেশ হাইনানের উপকূলে ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটটি লং মার্চ-৭ ক্যারিয়ার রকেটের একটি পরিবর্তিত সংস্করণের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবং সফলভাবে কক্ষপথে প্রবেশ করে। 

যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট হিসাবে ডিজাইন করা এই স্যাটেলাইটটি ভয়েস, তথ্য, রেডিও এবং টেলিভিশন ট্রান্সমিশন সেবা প্রদান করবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম