Logo
Logo
×

আন্তর্জাতিক

হামলার ভয়ে কাঁপছে ইসরাইল-আমেরিকা, নিয়েছে প্রস্তুতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৯:৪৫ পিএম

হামলার ভয়ে কাঁপছে ইসরাইল-আমেরিকা, নিয়েছে প্রস্তুতি

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ নেতা ফুয়াদ আশ-শুকুর হত্যার জবাবে ইরান এবং প্রতিরোধ শক্তিগুলোর প্রতিশোধমূলক হামলার ভয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরাইলিদের মধ্যে।

কীভাবে ওই প্রতিশোধমূলক হামলা প্রতিহত করা যায়, তা নিয়ে তারা সার্বক্ষণিক সতর্কাবস্থায় রয়েছে। ইসরাইল তাদের হাসপাতালগুলোকে প্রস্তুত করছে এবং আশ্রয়শিবির তৈরি করছে। এরই মধ্যে বেনগুরিয়ান বিমানবন্দরে সাইবার হামলা হয়েছে। 

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কিছু কিছু ইসরাইলি গণমাধ্যম শুক্রবার রাতে ঘোষণা করেছে যে, ইসরাইলের অভ্যন্তরে  প্রতিশোধমূলক হামলা চালানোর সম্ভাবনা রয়েছে ইরানের। ইরান সম্ভবত বিশাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। সংবাদ মাধ্যমগুলোর মতে, ইরান সম্ভবত হামলার মাধ্যমে ইসরাইলের যোগাযোগ ব্যবস্থা বিকল করে দেবে।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইসমাইল হানিয়া এবং ফুয়াদ আশ-শুকুরকে হত্যার জবাবে ইরান ও হিজবুল্লাহর প্রতিক্রিয়ার ভয়ে ইসরাইলের অভ্যন্তরে ভয়াবহ উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইহুদিবাদী শাসকগোষ্ঠীর নেতারা সম্ভাব্য আক্রমণের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে- সে বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছে। যেমন- ইসরাইল দখলকৃত কুদস মিউনিসিপ্যালিটি আশ্রয়কেন্দ্র এবং বোমা-বিরোধী সুরক্ষাকেন্দ্র হিসেবে পার্কিং লটের একটি তালিকা তৈরি করেছে।

সেই সঙ্গে নির্দেশনায় ইসরাইলিদের তিন দিনের জন্য পর্যাপ্ত পানি এবং খাবার সংরক্ষণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

ইসরাইলি নিরাপত্তা পরিষদ তাদের জনগণকে ৪০টি দেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। এমনকি অন্যান্য জায়গায় তাদের ইসরাইলি বা ইহুদি পরিচয় গোপন রাখার মতো আরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে।

ইরনা জানিয়েছে, ইসরাইলি গণমাধ্যম শুক্রবার রাতে জানিয়েছে, ইসরাইল তাদের হাসপাতালগুলোকে হিজবুল্লাহ ও ইরানের সম্ভাব্য হামলায় হতাহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত করেছে। ইসরাইলি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভাব্য হতাহতদের গ্রহণ করার জন্য আশ্রয়কেন্দ্রও প্রস্তুত করেছে।

শুক্রবার বার্তা সংস্থা তাসনিম জানায়, তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ সাইবার হামলা হয়েছে। ওই সাইবার হামলায় বেনগুরিয়ান বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইট অকার্যকর হয়ে পড়েছে বলে ইসরাইলি মিডিয়াগুলো ঘোষণা করেছে। এ কারণে বিমানবন্দরের বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করতে হয়েছে। অন্তত ৩টি বিমান কোম্পানি হামলার আশঙ্কায় ইসরাইল অভিমুখি তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরাইলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে মার্কিন কর্মকর্তারা পশ্চিম এশিয়ার উদ্দেশে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে এসব মার্কিন কর্মকর্তা জানান, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের পাল্টা হামলার হুমকি মোকাবিলায় আমেরিকা প্রস্তুত রয়েছে এবং আরও বেশি যুদ্ধ বিমান পশ্চিম এশিয়ায় পাঠাতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম