ক্রিমিয়ায় আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১০:২৮ পিএম
রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলের একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ আঘাত হানার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সেভাস্তোপোলে রুশ নিযুক্ত গভর্নর।
খবরে বলা হয়েছে, নয় তলাবিশিষ্ট আবাসিক ওই ভবনটিতে একটি এটিএএমসি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে। এর পরই বিধ্বস্ত ভবনটি খালি করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দিবাগত রাতে সেভাস্তোপোলে ব্যাপক হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করছে সেখানকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হননি বলে জানিয়েছেন গভর্নর মিখাইল রাজভোজায়েভ। বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।