তারা হানিয়াকে হত্যা করেছে, তার আদর্শকে হত্যা করতে পারেনি: মাহাথির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৫:১০ পিএম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হানিয়ার হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল এই ‘মহান ব্যক্তিকে’ হত্যা করেছে কারণ তারা ‘তার সবকিছুকে ভয় পায় এবং ঘৃণা করে’।
১৯৮১ থেকে ২০২০ সাল পর্যন্ত ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির হানিয়াকে ‘মৃদুভাষী মানুষ, কিন্তু সিংহের হৃদয়ের অধিকারী’ হিসেবে বর্ণনা করেন মাহাথির।
মাহাথির বলেন, তার জনগণের পক্ষে দাঁড়ানোর সাহস স্পষ্টতই একটি পরিষ্কার বিবেক থেকে উদ্ভূত এবং মানবতা ও ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে একটি নৈতিক কম্পাস দ্বারা পরিচালিত। তারা হানিয়াহকে হত্যা করতে পারে তবে তার আদর্শ হত্যা করতে পারবে না।
প্রসঙ্গত, ইরানের তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়াহ ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।