তুরস্কের রাস্তা কুকুরমুক্ত করতে আইন পাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত
দেশের প্রায় ৪০ লাখ বেওয়ারিশ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠাতে আইন পাস করেছে তুরস্ক। আজ মঙ্গলবার দেশটির সংসদে অনুমোদিত আইনে বলা হয়েছে, দেশের সব বেওয়ারিশ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে।
এই আইনের ফলে রাস্তায় থাকা কুকুরগুলোকে আশ্রয়কেন্দ্রে পাঠাতে হবে নগর কর্তৃপক্ষকে। যদি কোনো কুকুর হিংস্র আচরণ করে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তবে সেটিকে মেরে ফেলা হবে।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখে ক্ষুব্ধ ট্রাম্প
তুরস্কে বর্তমানে কুকুরদের জন্য যে আশ্রয়কেন্দ্র রয়েছে, তার ধারণক্ষমতা ১ লাখ ৫ হাজার। তাই আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং পশু পুনর্বাসন সেবার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে বাজেটের দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য ২০২৮ সাল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে তাদের।
বিতর্কিত এই আইন প্রস্তাব করেছিল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একে পার্টি। প্রস্তাবের পর থেকেই বিতর্কের মুখে পড়ে এই আইন। পশুপ্রেমীদের মতে, কুকুরগুলোকে খোজা করে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করা বেশি কার্যকর হতে পারে। কয়েক সপ্তাহ ধরে তুরস্কের রাজপথে অবস্থান নিয়ে এ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন পশুপ্রেমীরা।
তথ্যসূত্র: সামা টিভি