ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে হামলার রকেটটি ইরানের তৈরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
গতকাল ইসরাইল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয়। এতে শিশুসহ ১১ জন নিহত ও ১৯ জন আহত হন। এ হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি বলে দাবি করেছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোরবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুল্লাহই একমাত্র সশস্ত্রগোষ্ঠী, যাদের অস্ত্রাগার এটি রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননের চেবা গ্রামের উত্তরের একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। এ কারণেই হামলার জন্য ইরানসমর্থিত হিজবুল্লাহকে পুরোপুরি দোষারোপ করা হচ্ছে।
তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে। বরং এ অঞ্চলে বিপজ্জনকভাবে সংঘাত বৃদ্ধির জন্য ইসরাইলকেই সম্পূর্ণরূপে দায়ী করেছে সিরিয়া।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও লেবাননে নতুন কোনো দুঃসাহসিক অভিযানের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করেছে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বোউ হাবিব ইসরাইলকে সংযমের আহ্বান জানাতে বৈরুতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন। হিজবুল্লাহকেও সংযম দেখানোর জন্য একটি বার্তা পাঠাতে বলেছে বোউ হাবিব।
এদিকে উভয়পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।