অবরুদ্ধ গাজার খান ইউনিসে হামলায় বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদ (আইপিজে)।
রোববার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বলেছে, তারা যুদ্ধ-বিধ্বস্ত শহরের পূর্বে একটি ইসরাইলি সামরিক ক্রেন এবং এর আশেপাশের অঞ্চলগুলোকে ভারী মর্টার দিয়ে গোলা নিক্ষেপের মাধ্যমে বিধ্বস্ত করেছে।
আল-কুদস ব্রিগেড এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, এ ঘটনার পর একটি ইসরাইলি হেলিকপ্টার ওই এলাকায় অবতরণ করে এবং দ্রুত হতাহত সৈন্যদের সরিয়ে নিয়ে গেছে।
তবে হতাহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান দেয়নি গোষ্ঠীটি।
আল-কুদস ব্রিগেড আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা পূর্ব খান ইউনিসের বনি সুহেলা কবরস্থানে অনুপ্রবেশকারী ইসরাইলি সৈন্য ও যানবাহনগুলোতে বোমাবর্ষণ করেছে। এতে বহু সংখ্যক হতাহত হয়েছে।