Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের ফুটবল মাঠে হামলার দায় অস্বীকার হিজবুল্লাহর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৫:০৯ পিএম

ইসরাইলের ফুটবল মাঠে হামলার দায় অস্বীকার হিজবুল্লাহর

ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল খেলার মাঠে রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। তবে হেজবুল্লাহ স্পষ্টভাবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। 

এদিকে এ হামলার জন্য সংগঠনটিকে দায়ী করে লেবাননে হেজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের বিমান বাহিনী এ হামলার খবর নিশ্চিত করেছে।

রোববার সকালে ইসরাইলের বাহিনী আইডিএফ বলেছে, তারা লেবানিজ ভূখণ্ডের ভেতরে হেজবুল্লাহর সাতটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।

ইসরাইল ও হেজবুল্লাহর মধ্যে ক্রমেই ঘনীভূত হতে থাকা এই উত্তেজনা দুই পক্ষের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।

গত বছরের ৭ই অক্টোবর ইসরাইল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ কিছুদিন পর পর একে অপরের উপর হামলা চালিয়ে আসছে।

গোলান মালভূমির ওই ফুটবল মাঠে শনিবারের হামলাটি ছিল ৭ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের উত্তর সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক প্রাণহানির ঘটনা।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবিলম্বে হেজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বলেছেন, এ গোষ্ঠীকে এর চরম মূল্য দিতে হবে।

কয়েক ঘণ্টা পর ইসরাইলি বিমান বাহিনী জানায়, তারা হেজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুসহ অস্ত্রের ভাণ্ডার এবং বিভিন্ন অবকাঠামোয় রাতভর হামলা চালিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম