ইসরাইলের অভিযোগ
ফ্রান্সের রেল নেটওয়ার্কে হামলায় দায়ী ইরান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৯ পিএম
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের উদ্বোধনের ঠিক আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে হামলার ঘটনা ঘটে। ফরাসি কর্তৃপক্ষ শুক্রবারের এ ঘটনার পেছনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী না করলেও এই হামলার পেছনে ইরানকে দায়ী করেছে ইসরাইল।
ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার বিষয়টি পরিচালনা করেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এ দাবি করেন তিনি।
ইসরাইল কাটজ তার টুইটে রেখেন, ‘ফ্রান্সজুড়ে রেলওয়ে অবকাঠামোর ওপর যে নাশকতা হয়েছে প্যারিস অলিম্পিক-২০২৪ সামনে রেখে তা ইরানের মদদে (মূলত ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে একত্রে এই নামে ডাকা হয়) বা এক্সিস অব ইভিল ও কট্টর ইসলামপন্থীরা এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।’
টুইটে কাটজ আরও দাবি করেন, তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্তেফান সেজোর্নকে সতর্কও করেছিলেন। তিনি লেখেন, ‘ইসরাইলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম যে, ইরানিরা (অলিম্পিকে) ইসরাইলি প্রতিনিধিদল ও সব অলিম্পিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’
শুক্রবার ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে সহিংস হামলা চালানো হয়। এতে অন্তত ৮ লাখ ভ্রমণকারী বিপাকে পড়ে। একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলাকারীরা সুচতুর সমন্বয়ের মাধ্যমে পুরো রেল নেটওয়ার্কে এই নাশকতা চালিয়েছে।
ফ্রান্সের রেল সেবাদানকারী প্রতিষ্ঠান এসএনসিএফ বলেছে, ‘এই ভয়াবহ ধরনের আক্রমণ আমাদের টিভিজি নেটওয়ার্ককে পঙ্গু করে দিয়েছে।’ সংস্থাটি জানিয়েছে, এই হামলার ফলে অনেকগুলো রুটে ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে।
উল্লেখ্য, টিভিজি হলো হাই-স্পিড রেল বা উচ্চগতির রেলের সংক্ষিপ্ত রূপ।
সংস্থাটি জানিয়েছে, এর ফলে দেশের আটলান্টিক উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের সবগুলো লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘবদ্ধ এ হামলার জেরে ফ্রান্স জুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্যারিসে নিরাপত্তার জোরদারের পাশাপাশি ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে।