নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা ইস্যুতে যা বলল যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৬:৪৯ পিএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য।
গত মে মাসে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
তিনি ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলার সময় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের তিন নেতার বিরুদ্ধেও পরোয়ানা চেয়েছিলেন।
জুনে প্রকাশিত আদালতের নথিতে দেখা গেছে, আইসিসির সদস্য দেশ যুক্তরাজ্য আদালতের কাছে লিখিত পর্যবেক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছে, আদালত ইসরাইলি নাগরিকদের উপর এখতিয়ার প্রয়োগ করতে পারে কি না।
শুক্রবার প্রধানমন্ত্রী কেইর স্টারমারের মুখপাত্র বলেন, আমি নিশ্চিত করতে পারি, সরকার এ আইসিসির এ পরোয়ানা নিয়ে কোনো প্রশ্ন তুলবে না।