Logo
Logo
×

আন্তর্জাতিক

জনমত জরিপ

এবার কমলা হ্যারিসকে পেছনে ফেললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০২:৪০ পিএম

এবার কমলা হ্যারিসকে পেছনে ফেললেন ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরই নির্বাচনি হাওয়া নতুন মোড় নিতে শুরু করে।

রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা চূড়ান্ত হলেও ঝুলে আছে ডেমোক্রেট প্রার্থীর নাম। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আলোচনায় আছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। ইতোমধ্যে গত মঙ্গলবারের এক জরিপে ট্রাম্পকে পেছনেও ফেলেন তিনি।

তবে বৃহস্পতিবারই জনমত জরিপে কমলা হ্যারিসকে পেছনে ফেলেন ট্রাম্প। এ দিন নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত ২২ থেকে ২৪ জুলাই পরিচালিত নিবন্ধিত ভোটারদের মতামতের ভিত্তিতে ডেমোক্রেটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের থেকে ২ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন। 

নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ কর্তৃপক্ষ যৌথভাবে জরিপটি চালায়। যে জরিপে ট্রাম্প ৪৮ শতাংশ এবং কমলা হ্যারিস ৪৬ শতাংশ ভোট পান।  দেশব্যাপী এক হাজার ১৪২ জন নিবন্ধিত ভোটার এই জরিপে অংশ নেন। 

এর আগে, মঙ্গলবার জনমত জরিপের এক ফলাফল প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস। প্রকাশিত জরিপে দেখা যায়, সেখানে কমলার জনপ্রিয়তা ৪৪ শতাংশ আর ট্রাম্পের জনপ্রিয়তা ৪২ শতাংশ। একই দিনে প্রকাশিত বার্তা সংস্থা এএফপির আরেক জরিপে বলা হয়, ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন কমলা। 

অন্যদিকে গত ১৩ জুলাই পেনসিলভানিয়াতে ট্রাম্পের ওপর হামলার পর এক জরিপ চালিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজ। ওই জরিপে অংশ নেওযা ৮৭ শতাংশ মার্কিনই মনে করেন যে, বাইডেনের সরে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।

আর ৪১ শতাংশ মনে করেন, বাইডেনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। বিপরীতে আর ৩৪ শতাংশ মানুষ মনে করছেন, এতে ভোটের ফলে কোনো পার্থক্য হবে না। 

চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইসকনসিন অঙ্গরাজ্যে প্রথমবারের মতো সমাবেশ করেন তিনি। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে ডেমোক্রেট শিবিরে বড় অংশের সমর্থন রয়েছে কমলার প্রতি। 

গত রোববার স্থানীয় সময় দুপুরে সামাজিকমাধ্যমে এক ঘোষণায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে সমর্থন দেন তিনি। সূত্র: এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম