শক্তিশালী টাইফুন গায়েমির তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান। দেশটির পূর্ব উপকূলের স্থলভাগে টাইফুনের আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক।
টাইফুনের কারণে বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ দুই শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট। দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বুধবার ফিলিপাইনে আঘাত হানে এই টাইফুন। বৃহস্পতিবার তাইওয়ানের উপকূলেও আছড়ে পড়ে শক্তিশালী এ ঝড়। বিবিসি জানিয়েছে, টাইফুন গায়েমির তাণ্ডবে তাইওয়ানের দক্ষিণ উপকূলে নয়জন ক্রুসহ একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
এদিকে একই দিনে বৃহস্পতিবার ফিলিপাইনের পতাকাবাহী একটি ট্যাংকার ১৪ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ম্যানিলা উপসাগরে ডুবে গেছে। তেল ছড়িয়ে পড়া ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।