Logo
Logo
×

আন্তর্জাতিক

কমলা হ্যারিসকে ‘বাম ঘেঁষা পাগল’ বললেন ট্রাম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৫:০৯ পিএম

কমলা হ্যারিসকে ‘বাম ঘেঁষা পাগল’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে ‘বাম ঘেঁষা উগ্রপন্থি পাগল’ হিসেবে অভিহিত করেছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনাতে রিপাবলিকান দলের এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প এ ধরনের  আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন। খবর এএফপির।

ট্রাম্প তাকে নেতৃত্ব দেওয়ার জন্য ‘অযোগ্য’ হিসেবেও অভিহিত করেন। নির্বাচনি সমাবেশে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, সীমান্ত সংক্রান্ত ইস্যুগুলোতে কমলা হ্যারিসের ভূমিকা অভিবাসীদের অপরাধ করার প্রবণতাকে আরও বাড়িয়ে দেবে। 

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে কমলা হ্যারিসকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। 

গর্ভপাতের পক্ষে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অবস্থানকে ‘শিশু হত্যার’ পক্ষ নেওয়া হিসেবে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প বলেন, ‘তিনি হচ্ছেন একজন বাম ঘেঁষা উগ্রপন্থি পাগল যিনি আমাদের দেশকে ধ্বংস করে ফেলবেন।’

বারবার কমলা হ্যারিসের ফার্স্টনেম ভুলভাবে উচ্চারণ করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, আমরা সেটি হতে দেবো না।

গত সপ্তাহে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়ে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরপরই প্রাথমিক প্রচারণার শুরুতেই ট্রাম্পের এমন আক্রমণাত্মক ভাষার শিকার হলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম