Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পকে কি হারাতে পারবেন কমলা, কী মনে করেন ওবামা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম

ট্রাম্পকে কি হারাতে পারবেন কমলা, কী মনে করেন ওবামা

কমলা হ্যারিস ও ওবামা

নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির অনেক নেতা। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের সঙ্গে যোগ দেননি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের ভাষ্য অনুযায়ী, হ্যারিসকে সমর্থন করেননি ওবামা। কারণ তার মতে, হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন না ।

রোববার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। ৮১ বছর বয়সি এ প্রেসিডেন্ট নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দলের প্রার্থী করার সুপারিশ করেছেন।

বাইডেন পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য নিউইয়র্ক পোস্টকে বলেছেন, ‘ওবামা খুব হতাশ হয়ে আছেন, কারণ তিনি জানেন হ্যারিস জিততে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘ওবামা জানেন তিনি (হ্যারিস) অযোগ্য, এই সীমান্ত জার কখনো সীমান্ত পরিদর্শন করেননি, বলেছেন সব অভিবাসীর স্বাস্থ্য বীমা থাকা উচিত। তার সামনে যে স্থল মাইনগুলো আছে সেগুলো যাচাই করতে পারেন না তিনি। যখন আপনি প্রেসিডেন্ট প্রার্থী তখন এমন কিছু থাকবে যা আপনি বলতে পারবেন অথবা পারবেন না।

তিনি জানান, বাইডেনকে নির্বাচনি দৌড় থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ওবামা; আর অভিনেতা জর্জ ক্লুনি বাইডেনকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে যে নিবন্ধ লিখেছিলেন তা ওই পরিকল্পনার অংশ ছিল।

যখন আগামী মাসে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে তখন অ্যারিজোনার সিনেটর মার্ক কেলিকে প্রার্থী তালিকার শীর্ষে দেখতে চান ওমাবা।

‘ওবামা ক্ষিপ্ত হয়ে আছেন, কিছুই তার পথে যায়নি, এ কারণেই তিনি হ্যারিসের প্রতি ডেমোক্র্যাটিক পার্টির সমর্থনে যোগ দিচ্ছেন না,’ বলেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম