Logo
Logo
×

আন্তর্জাতিক

‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনে হামাস ও ফাতাহ’র চুক্তি সই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৩:৫৬ পিএম

‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনে হামাস ও ফাতাহ’র চুক্তি সই

যুদ্ধ শেষ হওয়ার পর গাজার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের চুক্তিতে সই করেছে ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহ। মঙ্গলবার চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে গোষ্ঠী দুটির নেতারা এ চুক্তি সই করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তিন দিনের নিবিড় আলোচনার পর মঙ্গলবার চীনে চূড়ান্ত হওয়া এ চুক্তিটি গাজাকে শাসন করার জন্য একটি ‘অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যের সরকার’ গঠনে ভূমিকা রাখবে। চুক্তিটি দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বী হামাস, ফাতাহ ও অন্যান্য ১২ফিলিস্তিনি গ্রুপ দ্বারা সই হয়েছে।

বেইজিংয়ে সংবাদ সম্মেলনে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক বলেন, আজ আমরা জাতীয় ঐক্যের জন্য একটি চুক্তি সই করেছি। ঐক্য গঠন করে এ যাত্রাতে পূর্ণতা দেওয়া হবে।

চুক্তিতে সই করা ১৪টি উপদলের মধ্যে একটি প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘৌতি আল-জাজিরাকে বলেছেন, চুক্তিটি সাম্প্রতিক বছরগুলোতে উপনীত হওয়া অন্য যে কোনো চুক্তির তুলনায় ভালো ও সুদুরপ্রসারী।

এই নেতা আরও বলেন, এ চুক্তির প্রধান চারটি উপাদান হলো- একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ ফিলিস্তিনি নেতৃত্ব তৈরি, প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কাউন্সিল নির্বাচন ও চলমান ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক।

মুস্তাফা বারঘৌতির মতে, ঐক্য সরকারের দিকে অগ্রসর হওয়া ফিলিস্তিনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি ফিলিস্তিনি স্বার্থের বিরুদ্ধে ইসরাইলের যে কোনো ষড়যন্ত্রমূলক প্রচেষ্টাকে বাধা দেবে।

অনেকের মতে, হামাস-ফাতাহ’র পুনর্মিলন ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে। ২০০৬ সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করেছিল হামাস। তবে ২০০৭ সালে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর পরপরই মূলত তারা একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।

একপর্যায়ে হামাসের নেতৃত্বে গঠিত ঐক্য সরকার ভেঙে দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ফাতাহ নেতা মাহমুদ আব্বাস। এরপর গাজা থেকে ফাতাহকে সরিয়ে উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় হামাস। আর অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণে নেয় ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম