Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিল রাশিয়া 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৮:৩৫ এএম

ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিল রাশিয়া 

ছবি: সংগৃহীত

রাশিয়ার কাছে একের পর এক এলাকা হারাচ্ছে ইউক্রেন। এই দেশটির আরও দুটি এলাকায় দখলে নিয়েছে রুশ বাহিনী। এমন দাবি করেছে রাশিয়া।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, আভদিভকা ও পিসচেইন গ্রামের সম্পূর্ণ দখলে নিয়েছে তাদের সেনাবাহিনী। দখল করা ইউক্রেনের সম্মুখভাগের দুটি গ্রামের দূরত্ব মস্কো থেকে ২০ কিলোমিটারের কম বলে দাবি করেছে রাশিয়া।

এদিকে রোববার সম্মুখযুদ্ধের সময় হামলায় পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া ও ইউক্রেনের কর্তৃপক্ষ।

অনিশ্চয়তায় মার্কিন সমর্থন, কী করবে ইউক্রেন?

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের হামলায় চারজন প্রাণ হারিয়েছে। এছাড়া কিয়েভের নিয়ন্ত্রিত এলাকায় ৩৭ বছর বয়সী এজনের মৃত্যু হয়েছে। 

এদিকে ইউক্রেনের জন্য শিগগির ২.৩ বিলিয়ন ডলারের একটি নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ কথা জানান। এ সময় ইউক্রেনের ন্যাটো সদস্য পদের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।   

ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাশিয়ার সঙ্গে আপস করতে এবং যুদ্ধ শেষ করার জন্য কোনো আপস করতে রাজি নয় কিয়েভ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম