ফাইল ছবি
হাসিখুশি থাকলে হৃদরোগের ঝুঁকি কমে। শুধু তাই নয়, হাসির রয়েছে আরও কয়েকটি উপকারিতা। তাই দিনে অন্তত একবার হাসতেই হবে, এমন অধ্যাদেশ জারি করেছে জাপান।
আরও নির্দিষ্ট করে বললে জাপানের ইয়ামাগাতা প্রিফেকচারে। উত্তর জাপানের এই প্রিফেকচারের স্থানীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার পর গত সপ্তাহে হাসি বিষয়ে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।
গবেষণাটি করেছিল জাপানের ইয়ামাগাতা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের একটি গবেষক দল। তারাই তুলে ধরে হাসির উপকারিতার কথা। কর্মক্ষেত্রগুলোয় ‘হাসিতে ভরা পরিবেশ’ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মাসের অষ্টম দিনটিকে ‘হাসির দিন’ হিসাবে ঘোষণা করা হয়েছে। ডেইলি মেইল।