Logo
Logo
×

আন্তর্জাতিক

আইএস নেতার বিধবা স্ত্রীর মৃত্যুদণ্ড

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১০:০৬ পিএম

আইএস নেতার বিধবা স্ত্রীর মৃত্যুদণ্ড

ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাবেক নেতা আবু বকর আল-বাগদাদির বিধবা স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জঙ্গিগোষ্ঠীকে সহযোগিতা ও নিজ বাড়িতে ইয়াজিদি নারীদের আটকে রাখার অভিযোগে হওয়া মামলায় বুধবার তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন দেশটির একটি আদালত। 

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এক বিবৃতি মতে, ইরাকের সন্ত্রাসবিরোধী আইনে ওই নারীকে সাজা দিয়েছেন পশ্চিম বাগদাদের একটি আদালত। 

সন্ত্রাসীগোষ্ঠী আইএসকে সহযোগিতা করা এবং ইয়াজিদি সম্প্রদায়ের নারীদের অপহরণ ও তাদেরকে নিজ বাড়িতে আটকে রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তবে অভিযুক্ত নারীর নাম প্রকাশ করেননি আদালত। আলজাজিরা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম