Logo
Logo
×

আন্তর্জাতিক

আরব আমিরাতে ৫৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:২৩ পিএম

আরব আমিরাতে ৫৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

সংযুক্ত আরব আমিরাতে ৫৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আর্থিক জরিমানা করেছেন ফেডারেল আপিল আদালত। সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন আদালত। এমিরেটস নিউজ এজেন্সির বরাতে এ খবর দিয়েছে আরব নিউজ। 

এতে বলা হয়, দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা সবাই মিসরের ইসলামপন্থি রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংযুক্ত রয়েছে। 

আরব আমিরাতে সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতা ও অর্থায়নের দায়ে ৪৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৫ জনকে ১০ বছর ও অন্য ৫ জনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এর পাশাপাশি মুসলিম ব্রাদারহুডকে অর্থায়নের দায়ে আরব আমিরাতের প্রায় ছয়টি বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে প্রায় ২ কোটি দিরহাম জরিমানা করেছেন আদালত। 

এছাড়া ওই প্রতিষ্ঠানগুলোর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৩ সালে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আমিরাতের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তাদের সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরে সেখানে ৯৪ জন দোষী সাব্যস্ত হন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম