ছবি: সংগৃহীত
ঠেলাগাড়ির গতি সর্বোচ্চ কত হতে পারে ঘণ্টায় ১০ থেকে ১২ মাইল। খুব জোরে চালালে ২০ মাইল। তবে যুক্তরাজ্যের মেকানিক দিলান ফিলিপস তার বাগানে কাজের জন্য এমন একটি ঠেলাগাড়ি বানিয়েছেন, যা ঘণ্টায় ৫২ দশমিক ৫৮ মাইল গতিতে ছুটেছে।
এরই মধ্যে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তিনি গিনেস কর্তৃপক্ষকে বলেন, আমি প্রথমে জানতাম না যে, ঠেলাগাড়ির গতির জন্য বিশ্ব রেকর্ড ক্যাটাগরি রয়েছে। বাগানে কাজ করতে মজার এই ঠেলাগাড়ি বানিয়েছি। ইউপিআই