আশা বলসোনারোর
নভেম্বরে ট্রাম্পই ক্ষমতায় ফিরবেন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৬:২৫ পিএম
![নভেম্বরে ট্রাম্পই ক্ষমতায় ফিরবেন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/07/image-825313-1720355132.jpg)
আগামী নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ফিরতে চলেছেন বলে আশা ব্যক্ত করেছেন ব্রাজিলের কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় এক সমুদ্রসৈকতের অবকাশ যাপন কেন্দ্রে শনিবার ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি), ব্রাজিল ২০২৪’-এর সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় সাড়ে তিন হাজার সমর্থকের সামনে দেওয়া বক্তৃতায় বলসোনারো ওই আশা ব্যক্ত করে বলেন, ‘ঈশ্বরের ইচ্ছায় নভেম্বরে ট্রাম্পই আসছেন (প্রেসিডেন্ট হচ্ছেন)।’
আগামী অক্টোবর মাসে ব্রাজিলজুড়ে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে আয়োজিত এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো।
বিশ্বজুড়েই ডানপন্থী রাজনৈতিক ধারার উত্থান ঘটছে। ইতালি, ফ্রান্সসহ বিভিন্ন দেশে ডানপন্থীরা ক্ষমতায় এসেছেন। এর ধারাবাহিকতায় আগামী নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ফিরতে চলেছেন বলে আশা করছেন জইর বলসোনারো।
এদিকে সৌদি আরব থেকে পাওয়া উপহারসহ মূল্যবান জিনিসপত্র আত্মসাতের অভিযোগে ফেঁসে যাচ্ছেন ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার ব্রাজিলের ফেডারেল পুলিশ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, রাষ্ট্রপ্রধান থাকাকালে সৌদি সরকারের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রী আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে তারা।
এই নিয়ে দ্বিতীয়বার পুলিশ আনুষ্ঠানিকভাবে বলসোনারোকে অপরাধের জন্য অভিযুক্ত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে কোভিড টিকার সনদ জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল বলসোনারোর বিরুদ্ধে।