বাইডেন-ট্রাম্পে আস্থা নেই অর্ধেকেরও বেশি মার্কিনির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৮:০৫ পিএম
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজনীয় গুণাবলীর অভাব রয়েছে বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি নাগরিক।
গ্যালাপ ইনস্টিটিউটের সর্বশেষ মতামত জরিপের ফলাফলে মিলেছে এমন বিস্ফোরক তথ্য।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য পোলিং প্রতিষ্ঠান ‘দ্য গ্যালাপ’ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গত ২৭ জুন প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সমীক্ষায় অংশ নেওয়া ৬২ ভাগ প্রাপ্তবয়স্ক নাগরিক বিশ্বাস করেন, বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার মতো যথাযোগ্য গুণাবলী নেই। একইভাবে ৫৩ ভাগ নাগরিকও মনে করেন, ট্রাম্পেরও প্রেসিডেন্ট হওয়ার মতো কোনো ব্যক্তিত্ব নেই।
তবে যারা ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যক্তিত্ব ও গুণাবলী রয়েছে বলে বিশ্বাস করেন- তাদের মধ্যে ৮৭ ভাগই রিপাবলিকান, ৪৩ ভাগ স্বাধীন এবং ১০ ভাগ ডেমোক্র্যাট।
পক্ষান্তরে যারা বাইডেনকে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য বলে মনে করেন- তাদের মধ্যে ৮১ ভাগ ডেমোক্র্যাট, ৩৫ ভাগ স্বাধীন এবং ৪ ভাগ রিপাবলিকান।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের বেশিরভাগই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এই দুজনের কাউকেই যোগ্য কিংবা পছন্দনীয় বলে মনে করেন না।
উল্লেখ্য, দেশটির ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন চলতি বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।