Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে ‘হামলার বদলে হামলা হবে’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৮:২৫ পিএম

লেবাননে ‘হামলার বদলে হামলা হবে’

ইসরাইল লেবাননে আগ্রাসন চালালে ‘হামলার বদলে হামলা হবে’ বলে ঘোষণা দিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। তেলআবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে জোটটি। 

বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমইউইয়ের একজন ফিল্ড কমান্ডার এ হুঁশিয়ারি বার্তা দেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বলেন, এ বিষয়ে এরইমধ্যে তারা লেবাননে সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন। 

এদিকে ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বায়দার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুদ্ধবাজ ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হলে, তা কেবল লেবাননের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে না। ইরাক এবং এ অঞ্চলের সবগুলো সশস্ত্র সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে।

অন্যদিকে ইরান বলেছে, লেবাননে পূর্ণমাত্রায় আগ্রাসন চালালে তেহরান সর্বাত্মক সহযোগিতা নিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করে দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার সংগঠনটির তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও কমান্ডার মুহাম্মদ নিমাহ নাসেরকে হত্যা করে ইসরাইল। তারই জবাবে ওই রকেট হামলা চালাল হিজবুল্লাহ।

বুধবার দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওই কমান্ডার নিহত হন। সূত্র: ইরনা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম