Logo
Logo
×

আন্তর্জাতিক

শেহবাজকে যে বার্তা দিলেন পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৩:০৭ পিএম

শেহবাজকে যে বার্তা দিলেন পুতিন

ছবি : সংগৃহীত

কাজাখস্তানের আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 

বৈঠকে পুতিন এবং শেহবাজ নিজ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও জ্বালানি খাতে পারস্পরিক দৃঢ়সংকল্প প্রকাশ করেছেন।

পুতিন বলেছেন, রাশিয়া পাকিস্তানে শক্তি সরবরাহ বাড়াতে প্রস্তুত, একই সঙ্গে খাদ্য নিরাপত্তা এবং শস্য সরবরাহ বৃদ্ধিতে অবদান রাখার চেষ্টা করছে।

শেহবাজ বলেন, রাশিয়ার সঙ্গে পাকিস্তানের দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বর্তমানে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে, আর্থিক ও ব্যাংকিং সমস্যাগুলি মোকাবেলা করে এটিকে প্রসারিত করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। 

শেহবাজ ১৯৫০ থেকে ১৯৭০ এর দশকের বিনিময় বাণিজ্য ব্যবস্থার কথা স্মরণ করে দুই দেশের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য সম্পর্কের উপর জোর দেন। 

সম্প্রতি রাশিয়া থেকে পাকিস্তানে তেলের চালানের কথা স্বীকার করে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য গভীর আগ্রহের ইঙ্গিত দিয়েছেন শেহবাজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম