Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার নাগরিকত্ব পেলেন ট্যাঙ্কম্যান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০২:৫০ পিএম

ইউক্রেনের ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার নাগরিকত্ব পেলেন ট্যাঙ্কম্যান

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার বিরল এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। ইউক্রেনের লুগানস্কের শহর ক্রাসনোডনে জন্মগ্রহণ করা ম্যাক্সিম লিখাচেভ নামের এক ইউক্রেনীয় নাগরিক দেশের হয়ে যুদ্ধ না করে নিজেদের এক ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। রাশিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ট্যাঙ্কম্যান লিখাচেভ, তার ব্যবহৃত টি-৬৪ ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে খুশি হয়ে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ডোনেটস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর একটি আইন প্রয়োগকারী সূত্র।

সূত্রটি জানিয়েছে, ‘ম্যাক্সিম লিখাচেভ একটি রাশিয়ান পাসপোর্ট পেয়েছেন। তিনি এখন রাশিয়ান ফেডারেশনের একজন নাগরিক।’

রাশিয়ান নাগরিকত্ব পেয়ে বেশ খুশি লিখাচেভ। তার মতে, এটি তার জন্য একটি ‘দীর্ঘ-প্রতীক্ষিত দলিল’। এই ঘটনাটি ঘটেছে গত মে মাসের শেষের দিকে। যখন ডোনোটস্কের কাছে স্বেচ্ছায় রাশিয়ান সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেন লিখাচেভ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম