Logo
Logo
×

আন্তর্জাতিক

মায়ের রান্না করা খাবার না খাওয়ায় স্বামীকে কাঁচি দিয়ে হামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৬:৩৪ পিএম

মায়ের রান্না করা খাবার না খাওয়ায় স্বামীকে কাঁচি দিয়ে হামলা

শাশুড়ির রান্না করা খাবার খেতে চাননি যুবক। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীকে কাঁচি দিয়ে বারবার আঘাত করেন স্ত্রী।  ফলে গুরুতর আহত হয়েছেন ওই যুবক। 

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর হোসাকেরহল্লিতে। ওই যুবকের চোয়াল, পিঠ এবং হাতে কাঁচি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই যুবক। পালটা যুবকের স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে প্রথমে পার্কে ঘুরতে গিয়েছিলেন। রাত ৯ টার দিকে তিনি স্ত্রী, সন্তানকে বাড়িতে নামিয়ে তিনি পাশের এবং একটি বারে গিয়ে খাবার ও মদ্য পান করে বাড়ি ফেরেন। এরপর বাড়ি ফিরতেই যখন বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় তার স্ত্রী মায়ের বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেয়ে নিতে বলেন।  

তবে যুবক খাবার খেতে আপত্তি জানান। তিনি জানিয়ে দেন বাইরে থেকে খেয়ে এসেছেন। কিন্তু, স্ত্রী তার মায়ের হাতে রান্না করা খাবার স্বামীকে খাওয়ানোর জন্য জোর করতে থাকেন। শেষে যুবক না খাওয়ায় স্ত্রী খাবার খেয়ে ফেলেন। এরপরেই ঘটে বিপত্তি। রাত সাড়ে ১১ টার দিকে ওই নারী এনিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করতে শুরু করেন। 

অভিযোগে বলা হয়, শাশুড়ির হাতের রান্না করা খাবার নিয়ে দুজনের বিতণ্ডার মধ্যেও আচমকা একটি কাঁচি নিয়ে স্বামীকে বারবার আঘাত করতে থাকে ওই নারী। শেষে স্ত্রীর হামলা থেকে বাঁচতে শ্বশুর বাড়িতে চলে যান ওই যুবক। 

শত শত মানুষের সামনে ভেসে গেল একই পরিবারের ৫ জন

অভিযোগ সেখানেও তার শ্বশুর-শাশুড়ি তার স্ত্রীকে সমর্থন করেন। এরপর কাছাকাছি হাসপাতালে যান ওই যুবক। সেখানে চিকিৎসা করার পর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে পুলিশ নারীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়।

অন্যদিকে স্ত্রীও তার স্বামীর বিরুদ্ধে পালটা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। পরে পুলিশ তাদের কাউন্সিলিং করে বাড়ি পাঠিয়ে দেয়। 

হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম