Logo
Logo
×

আন্তর্জাতিক

কারাগারের টয়লেট ভেঙে পালিয়েছেন ৩ কয়েদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৯:০০ এএম

কারাগারের টয়লেট ভেঙে পালিয়েছেন ৩ কয়েদি

(প্রতীকী ছবি)

পাকিস্তানের একটি উপ-কারাগারের টয়লেট ভেঙে পালিয়ে গেছেন তিনজন কয়েদি। মঙ্গলবার (২ জুলাই) এ ঘটনা ঘটে। বেলুচিস্তান প্রদেশের দুকি শহরে অবস্থিতি এ জেল। এ নিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো জেল পালানোর ঘটনা ঘটলো। খবর দ্য ডনের।

দুকি থানার এসএইচও জলিল আহমেদ মারি ডনের প্রতিবেদনে বলা হয়, ডাকাতি ও খুনসহ গুরুতর অপরাধে অভিযুক্ত তিনজন কয়েদি টয়লেটের ভেন্টিলেটর ভেঙে দুকি কারাগার থেকে পালিয়ে গেছেন। 

জেল পালানো কয়েদিরা হলেন, আসমাতুল্লাহ, আবদুল কবির ও মুহাম্মদ সাদিক। তাদের ধরতে ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

এ ঘটনায় কয়েদিদের নজরদারির কাজে নিয়োজিত কারা ওয়ার্ডেন ও দুই পুলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

তিন পুলিশ সদস্য হলেন- ওয়ার্ডেন গুল খান, হেড কনস্টেবল আব্দুল গনি ও কনস্টেবল ইসমাইল মারি। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। 

এর আগে গত রোববার (৩০ জুন) মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনসহ ১৯ কয়েদি আজাদ কাশ্মিরের রাওয়ালাকোটের একটি কারাগার থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন কয়েদি আহত হয়েছিলেন।

এ ঘটনায় বেলুচিস্তানের কারা পুলিশ মহাপরিদর্শক এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম