Logo
Logo
×

আন্তর্জাতিক

মাঝ আকাশে বিমানে তীব্র ঝাঁকুনি, আহত ৩০

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:০৮ পিএম

মাঝ আকাশে বিমানে তীব্র ঝাঁকুনি, আহত ৩০

এবার শক্তিশালী এয়ার টার্বুলেন্স বা ঝাঁকুনির কবলে পড়েছে স্প্যানিশ এয়ার লাইন্সের বিমান এয়ার ইউরোপা। স্থানীয় সময় সোমবার মাদ্রিদ থেকে উরুগুয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। 

এতে করে বিমানটি ব্রাজিলে জরুরি অবতরণ করে। এ ঘটনায় বিমানের ত্রিশজন যাত্রী আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার এয়ার ইউরোপার ফ্লাইট ইউএক্স ০৪৫ মাদ্রিদ থেকে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর উদ্দেশে রওনা দেয়। কিন্তু মাঝ আকাশে শক্তিশালী ঝাঁকুনির কারণে ফ্লাইটটি ব্রাজিলে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্যমতে, ঝাঁকুনির কবলে পড়া বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার। 

এয়ার ইউরোপার ওয়েবসাইটের তথ্যমতে, উড়োজাহাজটির ৩৩৯ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।

ম্যাক্সিমিলিয়ানো নামের এক যাত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনিকালে যাঁদের সিটবেল্ট বাধা ছিল না, তাঁরা উড়োজাহাজের ছাদের অংশে গিয়ে আঘাত খান। এতে আহত হন। আর যাদের সিটবেল্ট বাঁধা ছিল, তারা অতটা আঘাত পাননি।

স্টেভান নামের আরেক যাত্রী রয়টার্সকে বলেন, আহত ব্যক্তিরা হাত, মুখ ও পায়ে আঘাত পেয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। যাত্রীরা বেশ ভয়ংকর অনুভূতির মধ্য দিয়ে গেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম