Logo
Logo
×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরাইলি সেনা আহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৬:৪১ পিএম

হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরাইলি সেনা আহত

অধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের ১৮ জন সেনা আহত হয়েছে।

সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। 

এদিন সামাজিক মাধ্যম এক্স পেইজে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। যার বিস্ফোরণে গোলান মালভূমিতে এসব সেনা আহত হয়।

এ বিষয়ে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা অধিকৃত অঞ্চলের উত্তরে ইসরাইলি সেনাবাহিনীর ৯১তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালিয়েছে। 

হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর চালানো হামলার জবাবে তারা এই ড্রোন হামলা চালিয়েছে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

এর আগে রোববার সকালের দিকে হিজবুল্লাহ জানিয়েছিল যে, ইসরাইলি বিমান হামলায় তাদের তিন যোদ্ধা নিহত হয়েছেন। ইসরাইল দক্ষিণ লেবাননের হুলা এলাকার একটি দোতলা ভবনে ওই বিমান হামলা চালায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম