পাকিস্তানের করাচিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেছে। রোববার প্রদেশটির মামা গোদামের কাছে মৌরিপুর ৬ নম্বর গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১২ জন।
উদ্ধারকারীরা আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং মরদেহগুলো উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তারা।
এর আগে রাওয়ালপিন্ডিতে শুক্রবার গভীর রাতে তেলবাহী ট্যাংকারের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নারীসহ পাঁচজনের মৃত্যু হয়।
গত ২৩ মে অ্যাবোটাবাদের লিরান গ্রামে একটি জিপ দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৭ জন আহত হন। হতাহতরা আজাদ কাশ্মীরের কালিয়ান বাজার থেকে কিছু পণ্য ক্রয় করে ভ্রমণ ফিরছিলেন। তখন তাদের গাড়িটি গভীর খাদে পড়ে যায়।
এর আগে গত ১১ এপ্রিল রাতে হাবের কাছে শাহ নুরানী নামক মাজারে যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হন ভক্তরা। এতে অন্তত ১১ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হন। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন