Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিপাইনে আতশবাজি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৭:২২ পিএম

ফিলিপাইনে আতশবাজি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৫

দক্ষিণ ফিলিপাইনের একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে চার বছর বয়সি শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮ জন। নিহতদের মধ্যে গুদামকর্মী চারজন ও শিশুটি এক কর্মচারীর ছেলে। দেৃশটির জরুরি পরিষেবা রোববার এ তথ্য দিয়েছে।  

ঘটনা তদন্তকারী কর্মকর্তা লুইগি চ্যান জানান, গত শনিবার বিকালে জাম্বোয়াঙ্গা সিটি সাইটে এ বিস্ফোরণ ঘটে। এতে মাটিতে ৬৬ ফুট বড় গর্ত সৃষ্টি হয়েছে। ধসে গেছে আশপাশের ভবন ও বাড়ি। তাছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়। 
 
শহরের দুর্যোগ অফিস মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। তারা জানায়, এ ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিস্ফোরণে ভেঙে গেছে ডিপোর দেয়ালগুলো। কাছাকাছি একটি কোমল পানীয়ের কারখানা, শস্য ও আটার গুদাম এবং এলাকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

তদন্তকারী কর্মকর্তা বলেন, আগুনের সম্ভাব্য উৎস হলো গুদামে সংরক্ষিত আতশবাজি। বিস্ফোরণটি বিস্তৃত ছিল ৩ হাজার বর্গমিটারজুড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের দুই ঘণ্টা সময় লেগেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম