Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কে কয়েকটি গাড়ির সংঘর্ষ, হতাহত ৩৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৯:৫২ পিএম

তুরস্কে কয়েকটি গাড়ির সংঘর্ষ, হতাহত ৩৭

তুরস্কের মেরসিন শহরের দূরপাল্লার মহাসড়কে কয়েকটি গাড়ির একটি চেইন দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন। 

শনিবার তুরস্কের আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীদের বহনকারী একটি বাস ও একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ফলে চেইন দুর্ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যমটি জানায়, অন্য একটি গাড়ি যাত্রীবাহী বাসটিকে অতিক্রম করার ফলেই মূলত ঘটনার সূচনা হয়। এতে পেছন থেকে আসা আরেকটি গাড়ি ওই গাড়িগুলোকে ধাক্কা দেয়। এসময় মহাসড়কে অনেকগুলো দ্রুতগতির যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। 

এতে নিহতদের মধ্যে একজন ছিলেন নারী, যিনি আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন কর্মচারী। অন্যজন অপর বাসের যাত্রী, যিনি একজন সামরিক কর্মকর্তা।

আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম