Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারি বৃষ্টিতে নেপালে ভূমিধসে তিন শিশুসহ ৯ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৭:৩৫ পিএম

ভারি বৃষ্টিতে নেপালে ভূমিধসে তিন শিশুসহ ৯ জনের মৃত্যু

নেপালের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির মধ্যে ভূমিধসে তিনটি শিশুসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। জুনের মাঝামাঝি থেকে নেপালে বৃষ্টি শুরু হয়েছে। এর পর থেকে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি থাকে।

রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় এসব ঘটনা ঘটেছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসের কবলে পড়ে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন ওই পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন।

তিনি রয়টার্সকে বলেন, পাঁচজনের লাশই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন শিশু।

সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। এখানে এক মা ও তার তিন বছর বয়সি এক শিশু নিহত হন।

গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে আরও দুজনের মৃত্যু হয়।

বৃষ্টির মৌসুমে হিমালায় কোলের দেশ নেপালে ভূমিধস ও হড়কা বান একটি নিয়মিত ঘটনা। প্রতি বছরের এ সময় এসব দুর্যোগে কয়েকশ’ মানুষের মৃত্যু হয়।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম