দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন মাহাথির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১১:০২ পিএম
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। সেইসঙ্গে দুর্নীতির অভিযোগ তোলায় বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার (১৫ কোটি রিঙ্গিত) ক্ষতিপূরণ দাবিতে মানহানির মামলা করতে চলেছেন তিনি।
সম্প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং সে বিষয়ে তদন্তও চলমান।
সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিমের প্রতি ইঙ্গিত করে মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ থাকলে তা আদালতে পেশ করুন। আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী থাকাকালে বেতন হিসেবে যে অর্থ পেয়েছি, সেই অর্থই আমার জন্য বেশি ছিল। তবে আমার সেই অর্থের ‘বেশিরভাগই শেষ হয়ে গেছে’। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন