নাইরোবিতে বিক্ষোভে এক পুলিশ সদস্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করছেন। ছবি: আল-জাজিরা
কেনিয়ায় গত মঙ্গলবার শুরু হয়েছে বিক্ষোভ। এখনো থামছে না। ইতোমধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২৩ বিক্ষোভকারী। আহত হয়েছেন দুই শতাধিক। খবর আল-জাজিরার।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কাঁদানে গ্যাস ছাড়াও রাজধানী নাইরোবিতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করছে।
রাজধানী নাইরোবিতে বার্তা সংস্থা রয়টার্সের স্থাপন করা একটি লাইভ ভিডিও ফিডে রাস্তায় কাঁদানে গ্যাসের ধোঁয়া দেখা গেছে।
ভিডিওতে বিক্ষোভকারীদের রাস্তায় জড়ো হতে দেখা গেছে। রাস্তায় খুব বেশি যানজট নেই। দোকানপাটও বন্ধ।
প্রসঙ্গত, কর বাড়ানোর বিতর্কিত আর্থিক বিল পার্লামেন্টে পাসের প্রতিবাদে কেনিয়ায় মঙ্গলবার ব্যাপক সহিংস বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এরপর পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা।
এরপর বুধবার এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট সেই বিলে সই না করার ঘোষণা দেন। তিনি সই না করলে বিলটি আর আইনে পরিণত হবে না।
তবে প্রেসিডেন্টের এ ঘোষণার পরও থামছে না বিক্ষোভ। এবার প্রেসিডেন্ট রুতোর পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা।