Logo
Logo
×

আন্তর্জাতিক

১০ দিন পর পর্বতারোহী উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:১৭ পিএম

১০ দিন পর পর্বতারোহী উদ্ধার

উষ্কশুষ্ক ধূসর চুল। মুখভর্তি দাড়ি। সারা গায়ে ধুলাবালি। ক্রন্দনরত অবস্থায় জড়িয়ে ধরে আছে নিজের প্রিয়জনকে। এ কান্না সুখের কান্না! যেন পুনর্জীবনের উচ্ছ্বাস। টানা ১০ দিন পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জঙ্গল থেকে উদ্ধার হলো এ পবর্তারোহী। তার নাম লুকাস ম্যাকক্লিস। 

৩৪ বছর বয়সি এই আরোহী পথ হারিয়ে ১০ দিন সান্তাক্রুজ পর্বতমালায় আটকে ছিলেন। এ সময় সামান্য কিছু বন্য ফল ও দৈনিক ৩.৮ লিটার পানি পান করে প্রাণ বাঁচিয়েছেন লুকাস। 

এর আগে গত ১১ জুন তিন ঘণ্টার জন্য পাহাড়ে হাইকিং করতে যান তিনি। দাবানলে ল্যান্ডমার্ক ধ্বংস হওয়ার কারণে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেন লুকাস। ১৬ জুন বাবা দিবসেও বাড়ি না আসায় তার নিখোঁজের বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। 

জঙ্গলের আশপাশের বাসিন্দারা তার চিৎকার শুনতে পেয়েছিল। কিন্তু জঙ্গলে তাকে চিহ্নিত করা যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার সান্তাক্রুজ শেরিফের অফিসের একটি ড্রোন তাকে দেখতে পায়। সান্তাক্রুজ কাউন্টির এম্পায়ার গ্রেড রোড এবং বিগ বেসিন হাইওয়ের মধ্যবর্তী জঙ্গলে তাকে পাওয়া যায়। বিবিসি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম