Logo
Logo
×

আন্তর্জাতিক

‘সাইপ্রাস ইইউর সদস্য’: হিজবুল্লাহর হুমকির জবাবে গ্রিস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৪:৫০ পিএম

‘সাইপ্রাস ইইউর সদস্য’: হিজবুল্লাহর হুমকির জবাবে গ্রিস

সম্প্রতি প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তার প্রেক্ষিতে এবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জোস গেরাপেট্রিটিস বললেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর পক্ষে সাইপ্রাস প্রজাতন্ত্রের বিরুদ্ধে হুমকি দেওয়া বেমানান। 

তিনি বলেন, সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য। 

এর আগে অবশ্য গ্রিস বলেছিল, সাইপ্রাসে হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। গ্রিস সাইপ্রাসের পাশে আছে।

হিজবুল্লাহ সাইপ্রাসে হামলার হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, সাইপ্রাস ইইউর সদস্য। ইইউ মানে সাইপ্রাস আর সাইপ্রাস মানেই ইইউ। ইউরোপের ২৭ দেশের এই জোটের মুখপাত্র পিটার স্টানো সাংবাদিকদের বলেন, সদস্যরাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি ইইউকে হুমকি দেওয়ারই নামান্তর।

গত সপ্তাহে এক টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরাইলের। এ যুদ্ধে সাইপ্রাস যদি ইসরাইলকে সাহায্য করে, তাহলে ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে হামলা চালাবে হিজবুল্লাহ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম