Logo
Logo
×

আন্তর্জাতিক

অফিসে ১৫ মিনিট দেরি হলেই কাটা যাবে ছুটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৯:৪০ পিএম

অফিসে ১৫ মিনিট দেরি হলেই কাটা যাবে ছুটি

ভারতে সরকারি অফিসের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। চাকরিজীবীদের উদ্দেশে বলা হয়েছে, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। চাকরিজীবীদের অফিসে ঢুকতে হবে সকাল ৯টায়। দেরি হলে কাটা হবে ক্যাজুয়াল লিভ। টাইমস অব ইন্ডিয়া

এতে জানানো হয়, সরকারি চাকরিজীবীদের সময়মতো অফিসে উপস্থিতির জন্য একটি পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছে, এখন থেকে অফিসে ঢুকতে সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ ১৫ মিনিট ছাড় পাবেন। সকাল সোয়া ৯টার মধ্য অফিসে উপস্থিত না হলে তাদের জন্য বরাদ্দ ক্যাজুয়াল লিভের মধ্যে থেকে অর্ধদিবস ছুটি কেটে নেওয়া হবে।

এছাড়াও প্রতিদিন অফিসে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ কর্মচারীরা শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে তা ব্যবহারে অনীহা দেখা যায়। তাছাড়া করোনা মহামারির পর থেকে সরকারি চাকরিজীবীদের অফিসে দেরিতে আসার প্রবণতাও বেশি লক্ষ্য করা গেছে। ফলে নতুন এ নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম