Logo
Logo
×

আন্তর্জাতিক

মুক্তির পর ফের ফিলিস্তিনের সাবেক স্পিকার গ্রেফতার, হামাসের নিন্দা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ১২:৫৭ পিএম

মুক্তির পর ফের ফিলিস্তিনের সাবেক স্পিকার গ্রেফতার, হামাসের নিন্দা

ফিলিস্তিনি আইন পরিষদের স্পিকার আজিজ ডুইক কারাগার থেকে মুক্তি পাওয়ার কয়েক দিন পর আবারও গ্রেফতার করেছে ইসরাইলি সেনাবাহিনী। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

এক বিবৃতিতে হামাস বলেছে— ডুইককে পুনরায় গ্রেফতার করার সিদ্ধান্ত ‘একটি নৃশংস এবং প্রতিশোধমূলক ব্যবস্থা। তার জীবন ও নিরাপত্তার জন্য ইসরাইল সম্পূর্ণরূপে দায়ী।’

হামাস বলেছে, ইসরাইল ফিলিস্তিন বন্দিদের ইচ্ছা ভঙ্গ করতে ব্যর্থ হবে। এ জন্য বিশ্বব্যাপী পার্লামেন্ট ও অধিকার সংগঠনগুলোকে ইসরাইলের কারাগার থেকে তার এবং সব বন্দির মুক্তির জন্য জরুরিভাবে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে হামাস।

প্রায় ৯ মাস আটক থাকার পর গত সপ্তাহে ডুইককে ইসরাইলি কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে। তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

৭৫ বছর বয়সি এ বৃদ্ধকে গত বছরের ১৭ অক্টোবর গ্রেফতার করা হয়েছে। প্রশাসনিক আটকের জন্য ছয় মাসের আদেশ জারি করা হয়েছিল, যা তিনি ইতোমধ্যে কারাগারে ভোগ করেছেন।

ইসরাইলের সামরিক আইন অনুযায়ী, প্রশাসনিক আটক এমন একটি ব্যবস্থা যা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই ছয় মাস পর্যন্ত জেলে রাখতে পারে।

২০০৬ সালের সংসদ নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০১৮ সালের শেষের দিকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ঘোষণা না করা পর্যন্ত রামাল্লার সাংবিধানিক আদালত কাউন্সিল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত হেব্রনের বাসিন্দা ডুইক ফিলিস্তিন আইন পরিষদের স্পিকার হয়েছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম